অহং বোধ
তুমি যখন নিজের কথা ভাবো
একটা কথা দিব্যি ভুলে যাও
নিজের বেলায় অন্ধ তুমি আর সকলের মতো
নিজের অন্ধ আবেগ আর অহং বোধে সব ভাসিয়ে দাও
কী আর করা যুগে যুগে এমনি করেই যত
সাধারন আর অসাধারন সব মানুষই নিজে অন্ধ হয়ে
সবার জন্যে আলো দিয়েও নিজের অন্ধকারে
অহং বোধের মিথ্যে স্রোতে যাচ্ছে ভেসে অহংকারের নায়ে।
কমেন্ট করুন
সেশন : ১৯৭২-৭৩