fbpx

অমূল্য রত্ন

ক্ষণিকের জন্যে
প্রদীপ হয়ে এসেছিলে সবার মাঝে,
হীরকের মতো তেজময় দ্যুতিতে
প্রজ্জ্বলিত হয়েছিলে জ্ঞানের কারুকাজে।

প্রেরণাদায়ক বাগ্মী ছিলে তুমি
ছিলে দুর্গম পথের পথপ্রদর্শক,
দুর্বোধ্য বিষয়ের সাবলীল ভাবপ্রকাশে
ছিলে অবিস্মরণীয় এক কথক।

অম্লান থাকবে স্মৃতির দেয়াল
তোমার স্নিগ্ধ হাসি, অমায়িক দৃষ্টিতে
হৃদয়ে সবার অমর হয়ে থাকবে
তোমার আদর্শ, মহৎ কৃষ্টিতে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯

আনুশি আরভীন

সেশনঃ ২০১৮ - ২০১৯