fbpx

মানুষ হওয়া নয়তো সহজ

মানুষ হয়ে মানুষ হওয়া বড্ড প্রয়োজন,
মানুষ তুমি মানুষ হইও উদার করে মন।

মানুষ হয়ে মানুষ হওয়া নয়তো সহজ ওরে
আগাগোড়ায় মানুষ করে লও নিজেরে গড়ে।
হিংসা ত্যাজ, অহমিকায় দাও দিয়েরে ছুটি
মমতা আর স্নেহের ডোরে লও সকলে লুটি।

কুকুর-হাতি, ফকির-ধনী, জ্ঞানী-বোকাই যাঁহা
সমান জানো, সমান জ্ঞানে শ্রদ্ধা করো তাঁহা।
হাত বাড়ালে তোমার পানে সহায় কভু চেয়ে
দিস না ফিরে ও অসহায় হাসুক সহায় পেয়ে।
মানুষ হয়ে মানুষ হওয়া বড্ড প্রয়োজন,
মানুষ তুমি মানুষ হইও উদার করে মন।

ঠাকুরঘরের ক্ষীর-পায়েসের পারসখানা তাও
পথের ধারে শীর্ণদেহী খোকাও যেন পায়।
ধর্ম ধরে হৃদয়মাঝে করো লালন তারে
অন্যেরে তার ভুক্তভোগী, আঘাত করো নারে।
হোক না পেশা কৃষক, তাঁতি, নাপিত, মজুর, কুলি
তুষি সকল সদয় মনে, বলি স্নেহের বুলি।

কান্না শুনে আশপাশে তুই বুকফাটা কোন দুখে
যাস ছুটে তুই অধীর হয়ে হাসি ফুটাস মুখে।
বাপ-মা দিল যতেক আদর জীবন ভরে তোর
দিস ফিরিয়ে হাজার গুণে আনরে নূতন ভোর।

মানুষ হয়ে মানুষ হওয়া বড্ড প্রয়োজন,
মানুষ তুমি মানুষ হইও উদার করে মন।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭