fbpx

শ্রাবণ

চারিদিকে আনাগোনা বৃষ্টির
শ্রেষ্ঠ এ শ্রেষ্ঠ এ
অপরূপা রূপসী এ
আছে যত প্রকৃতিতে সৃষ্টির।

কব কী যে কিছু কয়া দায় আজ
রূপ হেরে হে রূপসী
জ্ঞান হারায়েছি শেষি
দেখি হায় মনোরম তব সাজ।

স্তম্ভিত কবিকুল ত্রিলোকের
গুণ গায় বরষার
সংসার করি সার
উন্মাদ গায়কেরা ভূলোকের।

লুকাইয়ে ঐ রূপ সযতন
দাও রাখি সিন্দুকে
গভী-র সিন্ধুতে
থেমে দাও মাতোয়ারা নিক্বণ।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়