fbpx

শ্রাবণধারা

শ্রাবণ মাসের বৃষ্টির কোন ঠিক ঠিকানা নেই
হঠাত করে ঝুমঝুম করে পড়তে শুরু করে।
তারপর আর থামার নাম নেই।
আমাদের ছোট নদীর সাথে পাল্লা দিয়ে
পাশ দিয়ে বয়ে চলা মেঠোপথ ধরে
ছুটে চলা গরুর গাড়িকে
মুহূর্তের মধ্যে ভিজিয়ে দেয় —
এমন চঞ্চল বৃষ্টি।
চাকার কর্কশ শব্দে ছেদ পড়ে যায়
হাঁটু কাদায় আঁটকে গিয়ে।

এক শ্রাবণে পাওয়া নীল খামের চিঠিগুলো
আরেক শ্রাবণে নৌকা বানিয়ে ভাসিয়ে দেয় —
অভিমানী প্রেমিক। উপযুক্ত শ্রাবণের ধারা দেখে
অস্ত যায় একজীবন ধরে বৃষ্টির কবিতা লেখা রবি।
এমন করেই চলে যাচ্ছে প্রতি শ্রাবণের বাইশ তারিখ।

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়