fbpx

যাইটগাইস্ট্

সময়ের পিঠে চড়ে বসেছি একশো এক বছর।
সময় তার গল্প বলে যায় ক্লান্তিহীন।
মহাযুদ্ধের গল্প, মহামারীর গল্প,
সরকারি প্রস্তাবনার রুপকল্প,
বিশাল সব কাণ্ডকীর্তির গালগল্প।

আমার তাতে মনোযোগ নেই।
আমি ভাবি শরতের নীল আকাশে-
নিজেদের সদ্য স্বাধীন ঘোষণা দেয়া
সুবিন্যস্ত সাতটি ধবধবে শাদা বকের কথা।

মুহূর্তে চোখের সামনে দেখতে পাই
তোমার বলা চিত্রানুগ রুপকথা,
আমাদেরও স্বাধীন হবার কথা ছিল।
কংক্রিটের কংকালগুলো গুড়িয়ে দিয়ে
টিয়াপাখির সবুজ ফ্লিটের মতো নিরুদ্দেশের দিকে
এগোনোর কথা ছিল।

কিছুই হয়নি সেসব
ব্যর্থ বিপ্লবের বেদনা কাঁধে
তুমি মেনে নিলে কংক্রিট মোড়া বিলাসী বন্দিত্ব
আর আমাকে আটক করলো সর্বশক্তিমান সময়;
আটকে রেখে গল্প বলে চলেছে দুইশত দুই বছর।

অর্ধেক সময় গেছে কঠিন থেকে কঠিন ড্রিলে
এরপর হলো বিষম বন্ধুত্ব সেই সময়েরই সাথে।
সাক্ষাৎ যেন স্টকহোম সিন্ড্রোমের আলিঙ্গন
তারই পিঠে চড়ে বসেছি একশো এক বছর।
গল্প বলে যায় ক্লান্তিহীন
যুদ্ধের গল্প, অসুখের গল্প…
রুপকল্প, গালগল্প …

আমার সেসবে মনোযোগ নেই,
সময় হেঁটে চলে রাস্তার মাঝ বরাবর;
ধীরপায়ে, বিকারহীন।
মাঝেমধ্যে থেমে যাই আমি
রাস্তা থেকে সংগ্রহ করে নিই
হাতুড়ি, শাবল…

চাবুক মেরে চলেছি সময়ের পিঠে
দ্রুত এগিয়ে যাই বন্দিশিবিরের দিকে
যেখানে আছ তুমি নির্জন কোলাহলে।
কিন্তু সময়ের দাবী-
গল্প শুনে যেতে হবে আমায়।

ততদিন তুমিও গল্প সাজাও কিছু,
এখন আমি মনোযোগী নির্জন শ্রোতা।

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২