fbpx

রঙিন প্লাবন

পৃথিবীর বহু জায়গায়
শরৎ এলেই রং ছড়ায় চারপাশ।
তাকালেই অদ্ভুত আনন্দে ভরে ওঠে মন!
শীত আসছে জানিয়ে–
রঙিন পাতাগুলো ঝরে যেতে থাকে একে একে।
হেঁটে যাই তাদের পাড়িয়ে মাড়িয়ে।
যে জায়গার শীত যতো ভয়াবহ
সেখানকার শরৎ ততো অপরূপ।

কে জানে,
গাছেদের মন বুঝি কেঁদেই ওঠে প্রয়োজনীয় অঙ্গচ্ছেদে!
নাকি,
চোখ থাকলে অশ্রুই ঝরতো পাতা না ঝরে!?

ঝিরিঝিরি হাওয়া গায়ে জড়িয়ে —
নিখাদ আনন্দ নিয়ে ঘরে ফিরে আসি।
আর জুতার তলার সাথে বন্ধুত্ব পাতিয়ে —
ঘরে চলে আসে ঝরে পড়া কিছু পাতাও।

অল্প কিছুদিনেই ঘরের মেঝে ভেসে যায়
রঙিন এক অশ্রুপ্লাবনে!

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২