fbpx

বৃন্তচ্যুত

রিক্ততার আঁচলে পেচিয়ে ওঠা সাফল্যবুভুক্ষু সত্ত্বায়
ঘোর জাগে অতলে হারিয়ে যাওয়ার
অদৃষ্টে সুস্পষ্ট কিণাঙ্কের অস্ফুট চাহুনিতে
অবারিত কতই না কথকতা!
সহিষ্ণুতার দিগন্ত ক্রমেই হচ্ছে দৃশ্যমান,
চোখে ফুলকি তুলছে সীমার ঐ রাঙা কেতন
নির্লিপ্ততার পথে পা বাড়ানো শ্রোতার পদাঙ্কে
নিঃসঙ্গ কথকের চেয়ে থাকা
অনিবারিত পরিণতিকেই স্পষ্ট করছে সুচারুভাবে।
চলমান স্বাভাবিকতাও যেন খোলসগুলো ছেড়ে
উশৃংখলতার অপর্যাবৃত্ত প্রবাহে গা এলিয়ে দিচ্ছে।
দীর্ঘরাত্রির অপেক্ষা শেষে,
ক্লান্ত মুকুলগুলোকে বৃন্তচ্যুত করতে প্রকৃতির
কি অভূতপূর্ব একাত্মতা!
নতুন মুকুলের জন্য এই ঝরে যাওয়া –
হয়তো বৃহত্তরের কল্যানেই।

প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট