fbpx

অন্তরবাসী

যে ছিল আপন
অমূল্য ধন
অন্তরে ছিল যার বাস
আঁখিপানে চেয়ে
কাল যেত ধেয়ে
পলকে দিবস-মাস।
শরীরে পুলক
ছুঁইয়ে অলক
হাসিলে ঝরিত তারা
চাঁদপানা মুখ
পেত যদি দুখ
নয়নে বইত ধারা।
লজ্জায় শশী
মেঘে মুখ ঢাকি
মুখ পানে তার চেয়ে
চরণের তলে
পায়েলও যে ভোলে
বাজতে যে তার পায়ে।

হারালে কোথায়
এ ব্যথা লুকাই
সেই পীড়া কীসে ভুলি
যে ছিল আপন
অমূল্য ধন
কোথা গেল মোরে ফেলি।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭