fbpx

মানবী

হাসি মুখ, কী যে সুখ, ভরে বুক তাই হেরে
হৃদে বাস, প্রেম ত্রাস, থাক কাছে কিবা দূরে
দিবানিশি তাই হেরে সময় যায় গো ফুরে
কী যে সুখ তাই হেরে।

খোলা চুল, কানফুল, পথহারা কবিকুল
করে ভুল, করি তুল্ মনহারা হৃদফুল
মশগুল কবিকুল, হারায়াছে বাক-বোল
কানফুল, খোলা চুল!

নীল শাড়ি, নীল চুড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি
গাড়ি-বাড়ি সব ছাড়ি কবিকুল মাতোয়ারি
আড়ি আড়ি দিল আড়ি পথ আর নাহি হেরি
বাড়াবাড়ি নীল শাড়ি!


অলকের ঝলকে বাঁধিলে গো পলকে
ভূলোকে দুলোকে কে তুমি গো বালিকে
বল কে বল কে অলকের পলকে
বাঁধিলে গো কবিকে!

কমেন্ট করুন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.