fbpx

অক্টোবর ১৬, ২০২৪

মৃণালিনী

তোমার কথার ফুলঝুরি থেকে সোনালুটিও ঝরেনি;

যেভাবে আজ সকাল থেকে সন্ধ্যাটি পেরুল!

এভাবে কি এক কোটি বছরও পেরিয়ে যাবে—

তবু তুমি কথা বলবে না? 

আমার হৃদয়ের কত অংশ পুড়িয়াছে খোঁজ লইবে না? 

এভাবে কি কৃষ্ণচূড়া মলিন হয়ে যায়? 

নক্ষত্ররা মাটি হয়ে যায়? 

বসন্ত বিলীন হয়ে যায়? 

বর্ষারা নিশ্চুপ রহে?

মৃণালিনী, 

ঈশ্বরের কাছে আমি ঋণ চেয়েছি;

তোমার একটা কথার দায়ে আমি সত্তরটা হুর ত্যজিব— প্রতিজ্ঞা করেছি;

আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, 

মৃতদেহ পরে যদি বকুল ফোটে

তার গন্ধ নিতে আসিও, আসিও হে।

মোহাম্মদ ইকরাম
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়