fbpx

বন্ধন

যে পদচারণায় মুখরিত ছিল এই প্রাঙ্গণ,
সে প্রাঙ্গণ ছেড়ে চলে যাচ্ছ
বহুদূর এক গন্তব্যের উদ্দেশ্যে।
গন্তব্যের এই সুবিশাল পথে
আলিঙ্গন করতে যাচ্ছ এক নতুন প্রাঙ্গণকে,
পুরনো স্মৃতি, পুরনো সম্পর্কের মেলবন্ধন হবে
নতুন স্মৃতি, নতুন সম্পর্কের সাথে।
কাজের ভারে হয়তো কঠিন হয়ে পড়বে
যোগাযোগের ধারা অব্যাহত রাখা,
তবুও ছিন্ন হবে না
গুরু-শিষ্যের অটুট বন্ধন।
এই সুমধুর বন্ধনের সুবাস ছড়াবে
পুরো প্রাঙ্গণ জুড়ে,
তোমাদের দেখানো পথে চলবে সবাই
গেয়ে ঐক্যের গান সুরে সুরে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯

আনুশি আরভীন

সেশনঃ ২০১৮ - ২০১৯