ব্যস্ত শহর
শহর ব্যস্ত, মানুষ ব্যস্ত
ব্যস্ত সকল পথ।
চলছে গাড়ি অবিশ্রান্ত,
স্বপ্ন চোখে, মন ক্লান্ত।
ব্যস্ততার ভীড়ে,
পাইনা খুঁজে সাথী।
জমে থাকা কথাগুলো,
বলা রয়ে যায় বাকী।
মানুষের স্রোতে,
অবিশ্বাসের ঢেউ।
থাকব কাছে বলে,
পাশে থাকে না কেউ।
কোলাহলের মাঝে,
নিজেকে ফেলছি হারিয়ে,
পাচ্ছি না খুঁজে,
আমার আমিটিকে।