অচেনা তুমি
পৃথিবীর কোলাহলে নিরুত্তর বর্ণ চিহ্নিত তুমি,
বসে আছি উদাসী বায়ুর মতো চেয়ে তোমার পানে,
কখনো পাখি ডাকা ভোরের নরম রোদের আলতো আদর,
কখনো বা মধ্য দুপুরে উত্তপ্ত বালিতে জরাজীর্ণ বদন খানি,
কেহ নেই সেখানে শুধুই তুমি আর আমি।
হৃদয় পটে ভেসে বেড়ায় নিদারুন নির্মম প্রশ্ন গুলো,
কেবলই কি অচেনা তুমি?
বহুদিন ধরে তোমাকে বুঝতে চেয়েছি,
খুঁজেছি শিশির ভেজা নরম মাটিতে,
শ্যামলে ঘেরা মর্ত্যে বিরহী বাটিতে,
শুভ্র জোছনার আলোর উঁকি ঝুঁকিতে,
কোথাও নেই তুমি কেবলই নিজের ভিতরে অবরুদ্ধ তুমি,
এ কেমন অভিমানে চিরকাল একলা তুমি।
দিনের ধুলো নিভে গেলে রজনী নামে প্রকৃতিতে,
চারিদিকে ঝকঝকে আঁধারের মেলা,
নিরবচ্ছিন্ন নীরবতায় আচ্ছন্ন চারপাশে খুঁজি তোমায়,
নেই নেই শব্দ শুনে জেগে ওঠে সুপ্ত নদীর অস্তিত্ব,
তবুও নিদ্রা ভাঙ্গেনি তোমার, এ কেমন তোমার বেঁচে থাকা,
শতবর্ষে হয়নি চেনা তোমায় বরাবরই অচেনা তুমি।
জোনাক জ্বলা নিশীথ চুম্বন তোমারই ললাটে,
তব কেন শিকলাবদ্ধ হৃদয় কপাটে?
অবারিত ঝর্ণার গান সুখ বুলিয়ে ডাকছে তোমায়
এসো এসো সোনালী এ প্রাতে এ প্রভাতে,
আসবে না জানি বৃথা এ আহবান
দুখের দহন অবয়বে তোমার চির অনির্বাণ।
এখানে খুঁজি সেখানে খুঁজি, নেই তো তুমি কোথাও,
সারাক্ষণ সারাবেলা আছো লুকিয়ে কোথায়,
অচেনা মানুষের ভীড়ে এ বিষাক্ত সমাজে,
বড়ই অজানা, নিরবে অচেনা সেই তুমি।