fbpx

সম্পাদকীয় – মে ২০২৪

পুড়ছে প্যালেস্টাইন!
বাইডেন তবু বাজায় বাঁশি,
অস্ত্র পাঠায় রাশি রাশি;
বেনজামিনের কুটিল হাসি–
বলে, ‘ল্যান্ড ইজ মাইন।’

ধুঁকছে প্যালেস্টাইন!
হাসপাতালও ধ্বংস বোমায়,
মানুষ ভস্ম এক লহমায়,
বেনজামিনের কী আসে যায়–
বলে, ‘অল ইজ ফাইন।’

মরছে প্যালেস্টাইন!
জো ছাড়ে না ‘নেতা’র সঙ্গ,
চলতে থাকলে ভেটোর রঙ্গ,
মানবো নাকো জাতিসংঘ,
মানবো নাকো আইন।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪