fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

অভিযোগ

ও মেঘ, অবশেষে তুমি আসিলে
অভিমানের অবসর ভাঙিলে।
আমায় কেন সাথে নিলে না?
লম্বা চুলগুলো হাওয়ায় উড়িয়ে,
কতশত অনুভূতি ছাড়িয়ে,
আমায় কেন ভালোবাসলে না?
আকাশের রংধনুর বুক চিড়ে,
অতিথি পাখিদের বিদায় দিয়ে নীড়ে,
কেন তুমি আমার নিকট আসিলে না?
ইচ্ছেগুলি উকি দিয়ে উঠে বারে বারে,
কতই না খুজেছি তোমায় ভীড় সমাহারে,
কেন তুমি রইলে আড়ালে?
উত্তরের আকাশ জুড়ে অপ্রাপ্তির ধোয়া,
চঞ্চল মনে লেগে আছে তোমারই ছোঁয়া,
কেন আমার বাহুখানি ধরিলে না?
গোধুলির আভায় জ্বলজ্বল করে তোমার পায়েলখানি,
না-ই বা ফিরিয়ে দিলে, হে চাপাদন্তিনী,
কেন আমায় গ্রহণ করিলে না?