আমার কাছে রাষ্ট্র আরও স্পষ্ট।
কাগজে কলমে লেখা হলেও
আমি অনেক দেরিতে জেনেছি-
দেশ এবং রাষ্ট্র এক জিনিস নয়।
রাষ্ট্রের মাঝে দ্বেষ পেলেও|
দেশ খুঁজে পাইনা।
যেমনটা বুঝেছি-
প্রেম এবং ভালোবাসা এক নয়;
আমি এবং তুমিও এক নই।
তোমার মাঝে প্রেম দেখলেও
ভালোবাসা দেখিনা।
আমাদের পথ এক,
কিন্তু আমাদের গন্তব্য আলাদা।|
তোমাকে রাষ্ট্রের মতো মনে হয়।
নিশ্ছিদ্র নিরাপত্তা, সুসজ্জিত প্লাটুন
আর গম্ভীর মার্চপাস্টে
তুমি হেঁটে যাচ্ছো।
তোমার চোখ আর ঠোঁটে প্রেম,
কোথাও ভালোবাসা নেই!
তুমি বরং চেষ্টা করো
দেশ হবার;
দ্বেষপূর্ণ রাষ্ট্র হয়ো না, প্লিজ!
কারণ,
আমার কাছে তুমি আরও স্পষ্ট।
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, জুলাই ১, ২০১৫
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯