fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

স্বপ্নডানা

সুযোগ পেলে পাখি হব।
এমন কোন পাখি নয়
যার মাংসের জন্য শিকারী গুলি ছোঁড়ে।
এমন কোন পাখি নয়
যার রঙে মোহিত হয়ে কেউ খাঁচাবন্দী করে।

আমি বরং শহুরে কোন কাক হব।
আবর্জনায় বেড়ে ওঠা নোংরা পাখি;
সভ্যরা ঘৃণা নিয়ে ছিঃছিঃ করলেও জঞ্জালগুলো সেই সরায়।
কিছু বাড়তি সময় পেলে পাখার সাথে সন্ধি করে
আকাশের বুকে প্যারাসেইলিং স্বপ্ন সে-ই ওড়ায়।