fbpx

হিসেবের ভিড়ে

যদি হতে চাও আইসোলেটেড
আমিই তোমার আইসোলেশন।
যদি চাও হতে কন্টিনিউয়াস
আমিই নিখাদ কন্টিনিউটি।

যদি চাও নতুন কোন প্রবলেম
আমিই পাহাড়সম প্রবলেম সেট।
যদি চেয়ে বসো কোন সহজ সলিউশন
আমিই বাজারের নিখুঁত সলিউশন বুক।

যদি শিখতে চাও ডিফারেন্সিয়েশন
আমি বলবো, আমি ভাঙতে জানি খুব।
যদি বলে বসো, চাও ইন্টিগ্রেশন
তখনই আমার সব না জানাতে ডুব!

ইন্টিগ্রেশনটা যে আমার হয়ে ওঠেনি কখনই!
লিমিটটা ঠিক নাগালে আসেনি
জোড়া লাগানোর অভ্যেসটাও তাই হয়ে ওঠেনি।
যদিও এককোটি বছর ধরে
হাতের মুঠোয় নিয়ে হেঁটে চলেছি
দাস-মুখার্জীর আটপৌরে ইন্টিগ্রাল ক্যালকুলাস।

ইন্টিগ্রেশনটা বোধহয় আর হলোনা আমার!

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়