fbpx

অক্টোবর ১৬, ২০২৪

সম্পাদকীয় জানুয়ারি ২০২০

এমন নয় যে, সময়টা ছিলো রাত বারোটা। এমন নয় যে, ঘটনাস্থল একটা মফস্বল শহর। ঢাকা শহরের একটা বাস-স্টপেজে সন্ধ্যা সাতটায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে নিরাপদ না থাকে, তাহলে দেশের অন্যান্য এলাকায় সাধারণ মেয়েদের কী অবস্থা! সব ঘটনা তো পত্র-পত্রিকায় আসে না।

এখনও রাস্তা-ঘাটে পর্যাপ্ত আলো নেই, যথেষ্ট সংখ্যক সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা বাহিনীর সদস্য নেই। কেন? আমাদের কি টাকার অভাব? আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি, পদ্মা সেতু বানাচ্ছি – টাকার অভাব থাকলে এসব করছি কীভাবে?

আমাদের আসলে টাকার অভাব নেই, সদিচ্ছার অভাব। মন্ত্রী-আমলাদের বুদ্ধির অভাব, সততার অভাব। এর সাথে রয়েছে মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে নির্লিপ্ততা।

এ অবস্থার দ্রুত পরিবর্তন দরকার।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪