fbpx

সম্পাদকীয় – জানুয়ারি ২০২৪

প্রিয় পাঠক, আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

বিরোধী দলের দুর্বল আন্দোলনের মধ্যেই নতুন বছরের শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। সেসব বলে পাঠকের সময় নষ্ট করতে চাই না।

নির্বাচন প্রসঙ্গে একটি মজার কথা বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য এ. কে. আজাদ। ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। তার বক্তব্য, জাতীয় পার্টি মাত্র ১১টি সিট পেয়েছে আর স্বতন্ত্র পেয়েছে ৬২টি। যদি নেত্রী (শেখ হাসিনা) মনে করেন, তাহলে স্বতন্ত্রদের নিয়ে বিরোধী দল গঠনের বিষয়টি সামনে এগোতে পারে।

অর্থাৎ, স্বতন্ত্র বিজয়ীরা শেখ হাসিনার ‘অনুমতি পেলে’ তাঁর ‘বিরোধিতা’ করবেন।

২০২৪ সাল সবার জন্য আনন্দের হোক। সরকারী দল, আজ্ঞাবহ বিরোধী দল, দুর্বল বিরোধী দল, সাধারণ মানুষ – সবার জন্য ২০২৪ সাল নিয়ে আসুক শান্তির বার্তা।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪