fbpx

ঢাকা বিশ্ববিদ্যালয়কে খোলা চিঠি…

প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়,

কত দিন হয়ে গেলো কার্জন এর সামনে দিয়ে হেঁটে ক্লাসে যাই না। কাজী মোতাহার হোসেন ভবনের মাঠে বন্ধুদের সাথে বসি না কিংবা টিএসসিতে আড্ডা দেই না। তুমি ভালো আছো তো?

শুনলাম মল চত্বরের ধুলোয় জমা মাঠটা নাকি সবুজ ঘাসে ভরে উঠেছে। কার্জনের লাল দালানের সাথে নাকি এখন ফুল পাখিদের মিতালি। আমরা নেই, তাতে কি তোমার একটুও মন খারাপ হয় না?

জানি, মানুষের কোলাহল তোমাকে কিছুটা বিরক্ত করতো। কিন্তু এখন যে কোন কোলাহল নেই, এতে কি তোমার দম বন্ধ হয়ে আসে না? তুমি আজ সেজেছো নতুন সাজে আর একাত্ম হয়েছো নির্মল প্রকৃতির সাথে। কিন্তু এই একাকিত্ব তুমি কি উপভোগ করছো? নাকি তুমি অপেক্ষা করছো আমাদের ফিরে আসার? যেমনটা আমরা তোমার কাছে ফিরে যাবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি কি তোমার প্রণের স্পন্দন ফিরে পাবার জন্য অপেক্ষা করছো না?

ভালো থেকো প্রিয় ক্যাম্পাস, তোমার বুকে আমার মতো অনেকেরই শুরু না হওয়া অনেক গল্প অপেক্ষা করছে।

ইতি,

 তোমার হাজারো প্রেমিকের একজন।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাবর্ষঃ ২০১৯-২০

মো: সাবিত আল-সাবা রিয়ন

শিক্ষাবর্ষঃ ২০১৯-২০