যা কিছু বলতে চাই,
বলে ফেলতে পারিনা।
যা কিছু লিখতে চাই,
লেখা হয়ে ওঠেনা।
যা কিছু ভাবতে চাই,
তা মাথায় সাজানো যায় না।
বারবারই মনে হয় ―
আগেই কেউ লিখে ফেলেছে
আগে কোথাও শুনে ফেলেছি
আগে হয়তো পড়ে ফেলেছি।
অথচ নতুন কিছু শুনলে মনে হয় ―
এটাতো আমিই বলতে চাইছিলাম।
নতুন কিছু পড়তে গেলে ভেবে ফেলি ―
এটাইতো আমি ভেবে রেখেছিলাম।
প্রহসনমূলক দ্বিধাদ্বন্দ্বে হারিয়ে ফেলছি নিজেকে;
আমার পৃথিবী ক্রমশ প্যারানয়েড হয়ে উঠছে।
ভাবতে চাইছি, দেখতে চাইছি ―
ভোরবেলার শিশিরআর্দ্র শিউলির চাদরে
শরীর লেপ্টে নিচ্ছি সুযোগ পেলেই।
শক্ত হয়ে যাওয়া পায়ের তলা ―
শিশিরে ভিজে নরোম হয়ে উঠছে।
হৃদয়পুর আনন্দে উদ্বেলিত হচ্ছে।
বাতাসে ভেসে আসা পরিচিত জোস্নার স্বাদ;
হাসনাহেনার গন্ধ একইরকম ভালো লাগছে
যেভাবে ভালো লাগতো আগেও।
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, জুলাই ১, ২০১৫
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বুধবার, এপ্রিল ১৭, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- সাকিব ইবনে সালামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯