fbpx

শৃঙ্খলহীন

ঐ চেয়ে দেখ আকাশটা আজ নীল
বক-সারসে শুভ্র রঙিন বিল।
চল সখা আজ খেলব পরাণ খুলে
হাওয়ায় চেপে সকল বেদন ভুলে।

বইগুলো সব উড়িয়ে দে ভাই মাঠে
চল ছুটে যাই সিঁদুর দীঘির ঘাটে
চলছে সেথায় নানান জাতের খেলা
মাদল-গাদল, হাডু-ডুডুর মেলা।

মায়ের বকা-য় দিলাম আজি ছুটি
মনের সুখে পড়বো ধুলায় লুটি।
ঝাঁপ দিয়ে ঐ সিঁদুর দীঘি-য় সাঁঝে
গা জুড়াব শীতল জলের মাঝে।

ঐ বুঝি ওই ডুবলো আজের বেলা
ফুল আর ফলে প্রজাপতির মেলা।
বাটীই ফেরার নাইকো আজি মতি
স্বাধীন মোরা চঞ্চল গতি অতি।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

হরিপদ শীল

সেশনঃ ২০১৬-১৭