fbpx

বর্ষ

বৈদ্যশালায় শায়িত নারী, পাশে তাহার পরিবার;
প্রসব বেদনায় মরি মরি, কে শুনিবে হাহাকার?
নবজাতকের সমাগমে সবে করিতেছে উল্লাস;
পাশে দেখো পড়িয়া রয়েছে, মানষীর হেয় লাশ!
নবজাতকের মুখে যদি প্রভু, দিতো কভু ক্ষন বুলি-
হয়তো সে বুলি প্রদীপ নিভু করিতো উল্লাস ধুলি।

বর্ষের যদি ভাষা থাকিতো নর, তোমায় দিতো ধিক্
হইতে পারো হিন্দু-মুসলিম কিংবা তারও অধিক।
নারীর শপথ করিয়া স্বামী নারীরে তুলিছে স্বর্গে,
নারীরে সম্মান করিলে মুমিন, রাজত্ব দুই সর্গে।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়