fbpx

অক্টোবর ১৬, ২০২৪

চুমু

যবে এ নদীর জল, করে কলকল- বাঁকেবাঁক;
মাঝি বলে চুপ রহ, ‘কল্লোল সমুদ্রের ডাক’।
নদী হারায়ে প্রাণ, গেয়ে যায় গান আপনার সুরে,
মাঝি খুঁজে ফিরে, কল্লোলের তরে দূর সমুদ্দুর পরে।
শশীকলা হাসে সস্মিত, তারকারাজি লয়ে চারিধারে,
কবি কহে, ক্ষীণচন্দ্রে জোছনা নাহি মিলে এ আধাঁরে।
শশীকলা হারায় আপনারে কৌমুদী ঢালিতে মহীতে;
কবি প্রতীক্ষায় রহে, জোছনার তরে রাত-বিরাতে।

মোহাম্মদ ইকরাম
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়