fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সম্পাদকীয় অক্টোবর ২০১৯

সাহসী ও মেধাবী ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে হতবাক করেছে। কেউ কেউ বলার চেষ্টা করছে, এটা ‘বিচ্ছিন্ন ঘটনা’। কিন্তু, এটা বুঝতে দিগ্‌গজ পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই যে, এই নির্মম হত্যাকাণ্ডটি বিভিন্ন ক্যাম্পাসে প্রচলিত গেস্টরুম কালচারের ফসল।

জোর করে সালাম পেতে হবে? সালাম পাওয়ার মত কাজ করলেই হয়!

সত্য কথা বললেই জামাত-শিবির? জামাত-শিবিরকে এত উপরে ওঠানোর দরকার কী?

ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে বলছি। তোমাদের কাজ আওয়ামী লীগের ‘সেবা’ করা নয়, সাধারণ ছাত্রদের কল্যাণ করা। গেস্টরুম কালচার বন্ধ কর। জোর করে মিছিলে নেয়া বন্ধ কর।

প্রিয় পাঠক, আসুন, আবরারের সম্মানে আমরা আমাদের দেশেও ‘Speak Truth to Power’ আন্দোলন শুরু করি – যে কোন ক্ষমতাসীনের সামনে নির্ভয়ে সত্য কথা বলতে শুরু করি। অনেকটা মহাত্মা গান্ধীর ‘সত্যাগ্রহ’-এর মতো।

আবরারকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র পথ।

গত সংখ্যায় দেয়া ধাঁধাঁর উত্তর
IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪