সাহসী ও মেধাবী ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে হতবাক করেছে। কেউ কেউ বলার চেষ্টা করছে, এটা ‘বিচ্ছিন্ন ঘটনা’। কিন্তু, এটা বুঝতে দিগ্গজ পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই যে, এই নির্মম হত্যাকাণ্ডটি বিভিন্ন ক্যাম্পাসে প্রচলিত গেস্টরুম কালচারের ফসল।
জোর করে সালাম পেতে হবে? সালাম পাওয়ার মত কাজ করলেই হয়!
সত্য কথা বললেই জামাত-শিবির? জামাত-শিবিরকে এত উপরে ওঠানোর দরকার কী?
ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে বলছি। তোমাদের কাজ আওয়ামী লীগের ‘সেবা’ করা নয়, সাধারণ ছাত্রদের কল্যাণ করা। গেস্টরুম কালচার বন্ধ কর। জোর করে মিছিলে নেয়া বন্ধ কর।
প্রিয় পাঠক, আসুন, আবরারের সম্মানে আমরা আমাদের দেশেও ‘Speak Truth to Power’ আন্দোলন শুরু করি – যে কোন ক্ষমতাসীনের সামনে নির্ভয়ে সত্য কথা বলতে শুরু করি। অনেকটা মহাত্মা গান্ধীর ‘সত্যাগ্রহ’-এর মতো।
আবরারকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র পথ।
পাঠক, প্যাপাইরাস পত্রিকার গত মাসের সম্পাদকীয়তে দেয়া ধাঁধাঁটি নিয়ে আলোচনা করা যাক। আপনার সুবিধার্থে নীচে ধাঁধাঁটি আবার দেয়া হলো:
তাকে বলি গুরু
যে করলো শুরু।
হাত রেখে হাতে
এ কে যায় সাথে!
পেতে কিছু ভাগে
সাত ফোঁটা লাগে।
যা বলুক লোকে
ভুলবে না ওকে।
ছেড়ো নাকো হাল,
লিখে এটি ঝাল
ডাকে চিঠি ছাড়ো,
যদি তুমি পারো।
ধাঁধাঁটি সমাধান করতে গিয়ে অনেকেই ‘তাকে বলি গুরু’ কথাটিতে জোর দিয়েছেন, ভেবেছেন এখানে কাজী মোতাহার হোসেনের কথা বলা হয়েছে। সম্পাদকীয়তে ইঙ্গিত দেয়া হয়েছিলো, ‘সমাধানে পাওয়া ঠিকানায় নিজের নাম-পরিচয় ও মোবাইল নাম্বর পাঠাতে ভুলবেন না।’ তারপরও অনেক পাঠক ধাঁধাঁর মধ্যে ঠিকানা না খুঁজে অন্য যুক্তি ব্যবহার করে ঠিকানা নির্ধারণের চেষ্টা করেছেন। নীচে ধাঁধাঁটির সমাধান (ব্যাখ্যাসহ) দেয়া হলো।
প্রথম দু’লাইন আবার পড়ে দেখুন:
তাকে বলি গুরু
যে করলো শুরু।
এখানে ‘তাকে বলি গুরু’ লাইনটি রেড হেরিং (red herring) বা ধূম্রজাল। দ্বিতীয় লাইনে বলা হয়েছে, ‘J’ করলো শুরু। অর্থাৎ, ‘J’ দিয়ে ঠিকানা শুরু হবে। তেমনি ‘হাত রেখে হাতে’ লাইনটিও রেড হেরিং। চতুর্থ লাইনে বলা হয়েছে, ‘AK’ যায় সাথে। অর্থাৎ, ‘J’ এর সাথে ‘AK’ লিখতে হবে। এরপর বলা হয়েছে,
পেতে কিছু ভাগে
সাত ফোঁটা লাগে।
তার মানে, ‘7’ আর ‘.’ (ফোঁটা বা ডট) লিখতে হবে।
‘যা বলুক লোকে’ লাইনটিও রেড হেরিং। এরপর বলা হয়েছে, ‘ভুলবে না ওকে।’ অর্থাৎ, ‘OK’ লিখতে ভুললে চলবে না।
লিখে এটি ঝাল
ডাকে চিঠি ছাড়ো
তার মানে, ‘এটি’ বা ‘AT’ – অর্থাৎ ‘@’ লিখে ‘ঝাল ডাকে’ (hotmail-এ) ইমেইল পাঠাতে হবে। সব মিলিয়ে ঠিকানাটি দাঁড়ায়:
উল্লেখ্য, email address-টি ধাঁধাঁ প্রতিযোগিতা উপলক্ষেই খোলা হয়েছে। সঠিক উত্তর দিয়ে (অর্থাৎ, উপরের ঠিকানায় email করে) যারা পুরষ্কার জিতেছেন, তাদের নাম নীচে দেয়া হলো।
১ম পুরষ্কার (১০০০ টাকা):
N Afroz Kakoli
Senior Web Developer
BornoTech
২য় পুরষ্কার (৫০০ টাকা):
Md. Ershadul Haque
Assistant Professor
Department of Statistics
৩য় পুরষ্কার (৫০০ টাকা):
Supti Biswas
4th year Student
Department of Statistics
পুরষ্কার দেয়ার জন্য যথাসময়ে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে।
পাঠক, অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫