fbpx

ডিসেম্বর ৭, ২০২৪

বিষণ্ণতার দ্বন্দ্ব

আজকাল সন্ধ্যার বিষণ্ণতা ভর করার সঙ্গেসঙ্গেই
আমার করোটিজুড়ে নিষিদ্ধ বিউগল বেজে ওঠে।
আমি থামাতে পারিনা তাদের।
যে প্রেমিক, উপপ্রেমিক অথবা অপ্রেমিকের সৈন্যদল
বিউগল মুখে বিষণ্ণতা উগরে দিচ্ছে,
তাদের আমি ঘৃণা করতে পারিনা,
পারিনা ভালোবাসতেও।

এদের বুকে ঘৃণা এবং ভালোবাসার মাঝামাঝি
কোন এক কোলাহল সিলগালা করে
ছুঁড়ে ফেলে দিয়েছে কপট সময়।
এরা কখনও কখনও
আবেগে কেঁদে ওঠে, হেসে ফেলে।
আবার কখনোবা-
মরুভূমির মতো শুষ্ক চোখে
ঘর পোড়া দেখতে থাকে।
এদের আমি ভালোবাসতে পারিনা,
পারিনা ঘৃণা করতেও।

মানুষ নিজের জন্য-
ভালোবাসা ব্যতীত, ঘৃণা ব্যতীত
আর কী কী অনুভূতি বয়ে নিয়ে বেড়ায়,
তা জানতে ইচ্ছে হয় মাঝেমাঝেই।