fbpx

অক্টোবর ১৬, ২০২৪

খবরের কাগজ

খবরের পাতা উল্টে দেখি
পড়ার মতো কোন সংবাদ নেই।
হেডলাইন থেকে শুরু করে
একদম কোণার দিকে শোক সংবাদ পর্যন্ত ―
পাতার পর পাতা
কলামের পর কলাম
আষ্টে-পৃষ্ঠে কেবলই দুঃসংবাদে ঠাসা।
নতুবা হলুদ সংবাদের অশ্লীল মশকরা।

প্রতিদিন একই চিত্র!

সবাই যখন ঘুম থেকে উঠে পাতা উল্টায়,
আমি তখন সারারাত জেগে ভোরবেলা
উল্টে পাল্টে তারপর ঘুমাই।
কে জানে, হয়তোবা আমি উল্টো নিয়মে
উল্টে পাল্টে যাচ্ছি বলেই কিনা এমন..
সবকিছু ওলটপালট মনে হচ্ছে!

তবে খবর না পড়লেও আজকাল খবরের সংখ্যা গুনি।
প্রতিদিনই দেখি ―
পৃথিবীতে ঠিক ততোগুলো ঘটনাই ঘটে,
যতগুলো ঘটনা খবরের পাতায় ঠিকঠাক আঁটতে পারে!