fbpx

অবসাদ

বুক ভরা অস্বস্তি নিয়ে
যেভাবে ছুটে চলেছি
শহরের এক প্রান্ত হতে অপর প্রান্তে

অক্লেদ দুই চোখে ক্লান্তি সপে
যেভাবে হারিয়ে গিয়েছি
নিঃসঙ্গ নির্জনতার ভীড়ে

দু’হাত ভরে শূন্যতা কুড়িয়ে
যেভাবে হেঁটে গেছি
তপ্ত শামুক দুপুরে

নিঃসঙ্গ এই শহরের একাকিত্ব
হয়তো একইভাবে গ্রাস করে
বান্ধবঘেরা তোমাকে।

তাই বুঝি —
শূন্যতার মার্চপাস্টে পাড়ি দাও
আমার মন-মগজের
এপার হতে ওপারে

বিষণ্ণতার বিউগল বাজিয়ে
আঘাত করে যাও
কানের টিমপেনিক পর্দাতে।

আর আমি —
স্মৃতির আবরণে ঢাকা এই মগজে
প্রাপ্ত কিছু পদ্য আঁকি
মাটিতে ফেলে দেয়া কাগজে

সময়ের বেড়াজালে আঁটকে থেকে
দিন গুনে যাই
যন্ত্রণার বুকে ফুল ফোটাবো ব’লে।

সাকিব ইবনে সালাম

সেশন - ২০১১ - ২০১২

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়