fbpx
বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

সম্পাদকীয় – জুলাই ২০২১

গত ৫ জুলাই ২০২১ তারিখে CNN-এ প্রকাশিত একটি সংবাদের শিরোনাম হচ্ছে: “Thousands thought they were getting the Covid vaccine. They were injected with salt water instead.” (https://edition.cnn.com/2021/07/05/india/india-fake-covid-vaccine-scam-intl-hnk/index.html)

কোভিড-এর টিকা নিয়ে জালিয়াতির এই ঘটনাগুলি ঘটেছে ভারতে, বেশির ভাগই মুম্বাই-এর আশেপাশে। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ডাক্তার ও স্বাস্থ্য-কর্মী রয়েছে।

ভারতের চিকিৎসা-ব্যবস্থা অনেক ভালো হওয়া সত্ত্বেও সেখানে এরকম ঘটনা ঘটলো!

করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের সদিচ্ছা থাকলেও মাঠ পর্যায়ে অনিয়ম হওয়াটা অসম্ভব নয়। তবে, এই আশংকায় টিকা নেয়া থেকে বিরত থাকা যাবে না। টিকা ছাড়া করোনার ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার আর কোন উপায় নেই।

আমরা আশা করি, সরকার টিকার গুণগত মান পরীক্ষায় ও জালিয়াতি প্রতিরোধে তৎপর থাকবে।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪