সম্পাদকীয়
Wi-Fi এর যুগ শেষ হতে চলেছে। Li-Fi আসছে। আলোর সাহায্যে নাকি চোখের পলকে বিশাল আকারের ড্যাটা সেট আদান-প্রদান করা যাবে!
Wi-Fi এর পুরো নাম নিয়ে ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন, এর পুরো নাম ‘Wireless Fidelity’। প্রকৃত পক্ষে, শুধু শুনতে ভালো শোনায় বলেই Wi-Fi নামটি রাখা হয়েছে, এর কোনও পুরো নাম নেই। Wi-Fi অ্যালায়েন্স প্রথমে Wi-Fi শব্দের অর্থ দাঁড় করাতে গিয়ে তাদের ট্যাগলাইনে কিছু দিন Wireless Fidelity কথাটি ব্যবহার করেছে। কিন্তু, Fidelity শব্দটা এখানে বেমানান বলেই, তারা সেটা বাদ দিতে দেরি করেনি।
তারা বাদ দিলেও জনগণ সেটা বাদ দিচ্ছে না!
জার্মান অধ্যাপক হ্যারাল্ড হা’স (Harald Haas) ২০১১ সালে Li-Fi শব্দটা বেছে নেয়ার সময় কি এর পূর্ণ নাম Light Fidelity ভেবেছেন?
নামে কিবা আসে যায়? আমরা অপেক্ষা করছি কবে আলোর সাহায্যে তথ্য আদান-প্রদান শুরু করবো।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪