fbpx

সম্পাদকীয় – মার্চ ২০২২

করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে যে সেশন জ্যাম হয়েছে, তা দূর করতে ‘আট মাসে বছর’ ঘোষণা করা হয়েছে। ছাত্র-শিক্ষকদের তাই ত্রাহি মধুসূদন অবস্থা।

অনেকে ভাবতে পারেন, অ্যাকাডেমিক বছর বারো মাসের জায়গায় আট মাস করাতে কী আর এমন চাপে পড়লো সবাই! চাপের প্রধান কারণ, এতোদিন আমাদের ছিলো ‘আঠারো মাসে বছর’ – সব কাজেই ছিলো দীর্ঘসূত্রিতা। এখন ‘আঠারো’ মাসের কাজ আট মাসে করার চেষ্টা চলছে!

দেখা যাক শেষ পর্যন্ত কয় মাসে বছর হয়!

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়