fbpx

অক্টোবর ১৩, ২০২৪

সম্পাদকীয় – মে ২০২২

শ্রীলংকা কেন অর্থনৈতিক সংকটে পড়লো? বাংলাদেশে এমন সংকটের আশংকা দেখা দিলে আমাদের কী করা উচিত?

শ্রীলংকার অর্থনৈতিক সংকটের প্রধান কারণ দু’টি:

  • বহু বছর ধরে সেদেশে জাতীয় আয়ের চেয়ে জাতীয় ব্যয় বেশি (budget deficit)। এক্ষেত্রে করণীয় ছিলো ট্যাক্স বাড়ানো (যাতে সরকারের আয় বাড়ে) এবং/অথবা ব্যয় কমানো। অথচ, ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার নির্বাচনে জিতেছে এবং ট্যাক্স কমিয়েছে। কিন্তু, ব্যয় কমানোর চেষ্টা করেনি।

  • বহু বছর ধরে সেদেশে রফতানীর চেয়ে আমদানী বেশি (current account deficit)। এক্ষেত্রে করণীয় ছিলো অপ্রয়োজনীয়/বিলাসবহুল পণ্য আমদানী নিষিদ্ধ করা আর রফতানী বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নেয়া। সেদিকেও বর্তমান বা পূর্বের সরকার কোনও মনোযোগ দেয়নি।

বাংলাদেশ যাতে এ ধরণের সংকটে না পড়ে তার জন্য করণীয়:

  • চাইলেই ট্যাক্স বাড়ানো যাবে না (জনগণ মেনে নিবে না), কিন্তু ব্যয় কমানোর অনেক উপায় আছে। সরকারী কর্মকর্তা/কর্মচারীদের দেশ-বিদেশ সফর শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে (করোনা আমাদেরকে শিখিয়েছে অনলাইনে প্রায় সব কাজ সেরে ফেলা যায়)। নানা ধরণের মিটিং করে সম্মানী নেয়া বন্ধ করতে হবে। এক হাজার টাকার জিনিসপত্র কিনে দশ হাজার টাকার বিল করা বন্ধ করতে হবে (এসব ক্ষেত্রে দুর্নীতি হলে মূল ক্রেতা, সুপারভাইজার, অডিটর সবাইকে শাস্তি দিতে হবে)।

  • টাকা বিদেশে পাচার বন্ধ করতে হবে।

  • বিলাসবহুল পণ্য আমদানী শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।

  • রফতানী বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে।

মনে রাখতে হবে: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।

IMG 6678

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪