fbpx

রূপান্তর

কনা গুলো বৃষ্টিতে নামে
এ শীতল ঝরনা ধারায়
বৃষ্টির জলে মিশে একাকার
ভূগর্ভের এই সলীলধারায়।
কখনো তারা শুকিয়ে ওঠে
কাক ফাটা কোনো ভরদুপুরে
পড়ন্ত কোনো বিকেলের রোদে
হাসিতে ওদের কাব্য ঝরে।
বেয়ে চলে বহু সুপ্তনালী
কখনো উপর,কখনো নিচে
পাতালে গিয়ে কখনো ভাসে
কখনো বা সমুদ্রে মিশে।
নুড়িবালি সাথী হয়বা মাঝে
ছুটে চলা পথে ওদেরই সাজে।
কত জনপদে স্মৃতি বুনে যায়
কোথাও আবার ওদের ডুবায়।
কতশত শাখা চিরে ছুটে চলি
সামনে অথই বারিধি গলি!
বৃহৎ আলয়ে সঁপেছি মোরে
পিছনে কভু ফিরতে নারে।
সাদা জল আজ নীল হয়ে যায়
ঝরনা, নদী তবু সাদা রয়!
কড়া রোদের কঠোর তেজে
জলগুলো সব বাষ্প সাজে
নীলাম্বরীর গগনতলে
শুভ্রতার বাষ্প ঝোলে
ছোটা ছুটির বেবাক খেলায়
ঠিকরে পড়ে মেঘের ভেলায়
কনা হয়ে ছুটে চলে
পথ হারিয়ে সাগরে ভোলে
রূপান্তরের এই কালের খেয়ায়
রংগুলো সব-
কখনো ছড়ায়,কখনো হারায়।

প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট