জুলাই ১০, ২০২৫

এই পৃথিবী আর আমার নেই

এই পৃথিবী আর নিজের মনে হয়না
এই আমাকে আর আমার মনে হয়না।
এই সকাল কিংবা সন্ধ্যাকে আর―
সকাল অথবা সন্ধ্যার মতো কিছুই মনে হয়না।
বোতলবন্দি ইচ্ছেগুলোকে আর ইচ্ছে মনে হয়না।

শুধু জানি, যতো বেশি দূরে যাই―
যেন একেকটা অঙ্গপ্রত্যঙ্গ খুলে
পেছনে ফেলে আরও সামনে এগিয়ে যাই।
মনের ক্রমবর্ধমান ওজন বইবার জন্য―
এইটুকু ভারসাম্য ঠিক রাখতে হয় সবাইকেই!

প্রয়োজনীয় সব অঙ্গবিচ্ছেদের পর
মানিয়ে নেয়া জীবনের সাথে আশা-আকাঙ্খার
যে আকাশপাতাল হেরফের ঘটে গেছে―
সেটা কোন সমীকরণ দিয়ে সিদ্ধ করা যাচ্ছে না।
বুঝি, ভারসাম্যে আবিষ্ট এই পৃথিবীটা আর আমার নেই।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp