fbpx

লম্বা পাতলা নখ

তবে তাই হোক –

আমার ছোট চুলে বিলি কাটুক

তোমার লম্বা পাতলা নখ!

জোছনা চাদরে মোড়া হিম রাত

আমার কাঁধে রেখে তোমার হাত

স্বপ্ন জাল ছড়াক জোনাকির আলোতে

অনুভূতিগুলো জমুক পরতে পরতে;

চলুক অভিমান আর চপল কথকথা

উড়িয়ে দিয়ে মনের জমানো ব্যথা,

সাথে তোমার মধ্যমা, অনামিকা

আর কনিষ্ঠার চঞ্চলতা

বাড়িয়ে দিচ্ছে আমার অস্থিরতা!

আমার চোখের তারায় তোমার চোখ

কত দিন দেখিনি আমি

এমন ভালোবাসার রোখ!

যেন তোমার চোখে সমুদ্রের নীল উচ্ছ্বলতা

সাথে স্বচ্ছ নোনা জলের কাতরতা,

তোমার অধর শুষে নিচ্ছে আমার কাঁপন

বলছে হৃদয় – তুমিই আমার আপন।

ভাবছি, বেশ তবে তাই হোক –

আমার রোমশ বুকে চষে বেড়াক তোমার লম্বা পাতলা নখ!

ব্যবস্থাপক |

সদস‍্য, সম্পাদনা পর্ষদ, প‍্যাপাইরাস

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন:১৯৯৯-২০০০

রোকনুজ্জামান

সদস‍্য, সম্পাদনা পর্ষদ, প‍্যাপাইরাস প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন:১৯৯৯-২০০০

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়