fbpx

সম্পাদকীয় – অক্টোবর ২০২১

বাংলা ভাষায় ‘administration’ শব্দের অর্থ কেন ‘প্রশাসন’ রাখা হলো? এর ফলে administration-এর অনেক লোক ভাবতে শুরু করেন, তাদের কাজ হলো শাসন করা বা মাতব্বরি করা। হয়তো এ কারণেই বাংলাদেশে আমলাতন্ত্র বিস্তার লাভ করেছে।

আমলাদেরকে দোষ দিয়ে লাভ নেই। এ দেশের অধিকাংশ মানুষ সুযোগ পেলে ‘অধীনস্থ’কে শাসন করতে চায়। এর একটি কদর্য উদাহরণ হলো বউকে পেটানো।  

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও administration-এর দায়িত্ব পেলে মাতব্বরি করতে শুরু করেন। কোনও সিদ্ধান্ত নিতে ছাত্রদের মতামত নেয়া তো দূরের কথা, ‘সাধারণ’ শিক্ষকদের মতামতেরও তোয়াক্কা করা হয় না। বিভাগের সুপারিশকে গুরুত্ব না দিয়ে ‘ফরমান’ জারি করা হয়। এর ফলে কখনও সমাজবিজ্ঞানের শিক্ষক (administration–এর লোক হওয়ার সুযোগে) পদার্থবিজ্ঞানের পরীক্ষার সময় নির্ধারণ করছেন, আবার কখনও হিসাববিজ্ঞানের লোক ইতিহাসের প্রশ্নের ধরন ঠিক করে দিচ্ছেন।

এ অবস্থার পরিবর্তন দরকার।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়