fbpx

সম্পাদকীয় – অগাস্ট ২০২২

ভীষণ গরম ভ্যাপসাতে
তেলের চরম ব্যবসাতে
বন্ধ ঘরের ফ্যান-বাতি,
কোথায় গিয়ে হাত পাতি?
তেলা মাথাই পাচ্ছে তেল,
শুভংকরের হিসেব ফেল।
ভোজ্য তেলেও কারসাজি –
তেল ছাড়া খাও ডিম ভাজি।

লঞ্চ মালিকের গোঁফেও তেল,
দেখিয়ে দিবে ভানুর খেল!
করছে চুপে তেলবাজি
মন্ত্রী যদি হয় রাজি –
ডাবল ভাড়ার পাঁয়তারা,
আর যে কতো চায় তারা!
গাঁটকাটাদের দল ভারি –
সাঁতার কেটে যাও বাড়ি।

মন্ত্রী দিলে মন্ত্রণা
লোকের বাড়ে যন্ত্রণা!
ল্যাং খেলে তো ল্যাংচাবে,
ব্যাঙ-ছানারাও ভ্যাংচাবে।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়