সম্পাদকীয় – অগাস্ট ২০২২
ভীষণ গরম ভ্যাপসাতে
তেলের চরম ব্যবসাতে
বন্ধ ঘরের ফ্যান-বাতি,
কোথায় গিয়ে হাত পাতি?
তেলা মাথাই পাচ্ছে তেল,
শুভংকরের হিসেব ফেল।
ভোজ্য তেলেও কারসাজি –
তেল ছাড়া খাও ডিম ভাজি।
লঞ্চ মালিকের গোঁফেও তেল,
দেখিয়ে দিবে ভানুর খেল!
করছে চুপে তেলবাজি
মন্ত্রী যদি হয় রাজি –
ডাবল ভাড়ার পাঁয়তারা,
আর যে কতো চায় তারা!
গাঁটকাটাদের দল ভারি –
সাঁতার কেটে যাও বাড়ি।
মন্ত্রী দিলে মন্ত্রণা
লোকের বাড়ে যন্ত্রণা!
ল্যাং খেলে তো ল্যাংচাবে,
ব্যাঙ-ছানারাও ভ্যাংচাবে।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪