ভ্রান্ত পথিক
ছুটছো পথিক দিগন্তে,যাচ্ছো কোথা অজান্তে?
সময় হলে দাঁড়াও দেখি,বলি কথা ভ্রম থেকি!
দূর নীলিমায় দ্যুতি চমকায় দেখো যদি কভু,
জানি ধীমান হচ্ছো আগুয়ান ফিরে দেখো তবু।
এই মহাবিস্ময় পথালোক নয় হয়তো বিনাশ বার্তা,
প্রলয়কালে কে আছে স্থলে, কে আলয়কর্তা?
দূর আঙ্গিনায় দ্যুতি চমকায় দেখো যদি ফের,
উইদের মতন ভেবে ফেরোমন হইও না সের।
যদি করো ভুল হারাবে দু’কূল, করিও মনন;
হে পথিক দিলে তুমি ধিক্, করিবে সাধন!