fbpx

সম্পাদকীয় – ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে যদি করোনাভাইরাস থেকে মহামারি শুরু হয় (সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক), আমরা নিশ্চয়ই বিজ্ঞের মতো চায়ের কাপে তুফান তুলে সরকারকে তুলোধুনো করবো। কিন্তু, এই মহামারি প্রতিরোধে আমাদের যা করণীয়, আমরা করবো না। আমরা ভাবি, আমাদেরকে কিছু করতে হবে কেন? সব করবে সরকার।

চীন থেকে এসে যেই ছাত্রটি সরকারের কাছে রিপোর্ট না করে লুকিয়ে রংপুরে চলে গিয়েছিলো, সে কত ভয়ংকর একটি কাজ করেছে, চিন্তা করুন! আবার, তার পরিবার তাকে লুকিয়ে রেখে কত বড় অন্যায় করেছে! তারা শুধু নিজেরা ঝুঁকিতে পড়েনি, সারা দেশকে ঝুঁকিতে ফেলেছে। সরকার শুধু ছেলেটিকে কেন কোয়ারান্টিন করলো বুঝতে পারিনি, পুরো পরিবারকে কোয়ারান্টিন করা দরকার ছিলো।

চীনের মত ভুল সরকার যেন না করে। করোনাভাইরাস আক্রান্ত কাউকে পাওয়া গেলে তথ্য গোপন না করে জনগনকে করণীয় সম্পর্কে সচেতন করতে হবে।

আশা করি, এ যাত্রা আমরা রক্ষা পাবো।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়