fbpx

অপেক্ষা

       কোনো এক সন্ধ্যায় 

                   বসে আছি বারান্দায়

        হঠাৎ তুমি এলে

                    হাতে এক গাদা গোলাপ নিয়ে।

        ওমনই আর এক সন্ধ্যায়

                    তুমি গেলে যেন কোথায়,

        আমি ছিলাম  বসে

                     তোমারই পথ চেয়ে।

         দিন তো গেলই

                      সাথে পঞ্চাশটা বছর।

         আজও বসে ঐ বারান্দায়

                     ভেবে চলি শুধু তোমায়,

          কবে হবে শেষ

                       আমার এই অপেক্ষার ?

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১ম বর্ষ

নুঝাত নাজিয়া

১ম বর্ষ

শোক সংবাদ

আমাদের পরিসংখ্যান বিভাগের সিনিয়র ল্যাবরেটরী এটেনডেন্ট মোঃ আলী আকবর ০৩/০৮/২০২৪ তারিখ শনিবার রাত ১০:৩০ টায় মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল, গজারিয়া, মুন্সীগঞ্জ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্যাপাইরাস পরিবার,
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়